Q/A for incoming students

******** Incoming students frequently asked questions and guidelines ********


Original Post courtesy: Amit Kumar Nath, President, BSA-FSU Executive Committee 2020-21

Edited by: Md Montasir Bin Shams, President, BSA-FSU Executive Committee 2022-23

Category 01: Academic/ University-Related Questions

--------------------------------------------------------------

a. Immunization Requirements:

Links:

https://studentinsurance.fsu.edu/immunization-requirements

https://studentinsurance.fsu.edu/sites/g/files/upcbnu1676/files/docs/New-Compliance-Form.pdf

ইমিউনাইজেশন এর জন্যে কিছু অথরাইজড ডকুমেন্টেশন জমা দিতে হয়। ডকুমেন্টগুলো স্ক্যান করে জমা দিতে হয়েছিল, সম্ভবত একটা ড্রপবক্স লিঙ্কে। আমি দেশে ধানমন্ডি ল্যাব এইড থেকে করে এসেছিলাম। কয়েকটা টিকা দিতে হয়েছিল। হেপাটাইটিস-বি এর টিকা ছোটবেলায় দেয়া হয়েছিল, সেটার জন্যে একটা ব্লাড টেস্ট করে ইমিউনিটি আছে কিনা দেখাতে হয়েছিল।

ভ্যাক্সিনেশনে ২১৫০ টাকা এবং ব্লাড টেস্টে ১১২০ টাকা লেগেছিল।  এখানে আসার পরে জেনেছি যে ভার্সিটির হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে ও দেয়া যায়, কেউ কেউ দিয়েছেন এসে। আমার ব্যাক্তিগতভাবে মনে হয় এগুলো দেশ থেকে করে আসতে পারলে ভালো, নতুন একটা দেশে এসেই গায়ে ইঞ্জেকশন ঢুকাতে খুব আগ্রহ নাও লাগতে পারে! তবে ইমিউনাইজেশন ক্লিয়ার করতে হবে ক্লাস শুরু হওয়ার আগেই, কারণ এটার জন্যে একটা হোল্ড থাকে একাউন্টে, কোর্স রেজিস্ট্রেশন করা যাবে না হোল্ডটা না উঠলে।  যার যেভাবে করলে সুবিধা হবে মনে হয় করতে পারবেন।


---------------------------------------------------------------

b. SPEAK Test:

Link:

https://cies.fsu.edu/programs/english-academic-purposes/speak-exam-information

যারা TA হিসেবে আসবেন তাদের জন্যে এটা বেশী গুরুত্বপূর্ণ, তবে সবারই এটা দিয়ে রাখা উচিত কারণ কোনো সেমিস্টারে যদি টিএ করতে হয় (অন্তত এক সেমিস্টার করতে হয় কম্পিউটার সায়েন্স ডিপার্ট্মেন্টে) তখনও এটার স্কোর প্রয়োজন হতে পারে। স্পিক টেস্ট দরকার মূলত নিজেকে সব লেভেলের টিএ করার জন্যে এলিজিবল প্রমাণ করার জন্যে। কয়েক রকম টিএ ডিউটি আছে, যেমন গ্রেডিং করা (শুধু মারকিং করা), রিসাইটেশন (ক্লাস নেয়া)। শুধু গ্রেডিং এর জন্যে স্পিক টেস্ট স্কোর দরকার হয় না বেশীরভাগ ক্ষেত্রে। রিসাইটেশন এ এলিজিবল হওয়ার জন্যে স্পিক টেস্টে অন্তত ৫০ থাকতে হবে ৬০ এর মধ্যে। প্রথমত কারো যদি টোফেলের স্পিকিং সেকশনে >= ২৬ থাকে তার স্পিক টেস্ট দিতে হবে না। যদি ২৬ এর কম থাকে তাহলে স্পিক টেস্ট দিয়ে ৫০ পেতে হবে। সাধারণত এক্সামতা দিলে ৪৫ এম্নিতেই পাওয়া যায়, ৫০ এর জন্যে আগে থেকে একটু প্র্যাক্টিস করে যাওয়া ভালো। প্র্যাক্টিস করার জন্যে স্যাম্পল প্রশ্ন এখানে পাবেন -

https://cies.fsu.edu/sites/g/files/imported/storage/original/application/b26685667710ecbeae65e17aa1f037e1.pdf

টোফেলের স্পিকিং এর মতোই কিছুটা, সংক্ষিপ্ত আকারে। প্রথমবার টেস্ট দিতে কোন টাকা লাগবে না, এরপর আবার দিতে হলে ৭০ ডলার লাগবে। একাধিকবার দেয়া যাবে তবে এক সিটিং এ সম্ভবত একবার-ই দেয়া যায়। প্রতি সেমিস্টারে ২বার স্পিক টেস্ট নেয়া হয়, শুরুতে একবার আর শেষে একবার, যে সময়ে সুবিধা মনে হয় দিয়ে নিতে পারবেন। যতদূর মনে পড়ে স্পিক টেস্টের জন্যে ডিপার্ট্মেন্ট থেকে লিস্ট পাঠানো হয় ওখানে। এটার জন্যে নিজের ডিপার্ট্মেন্টের গ্র্যাজুয়েট কো অর্ডীনেটর এর সাথে যোগাযোগ করতে হবে।  পরীক্ষা দুপুরে বা বিকালে হয় সম্ভবত, আমার হয়েছিল বিকাল ৫টায়।

---------------------------------------------------------------

c. PIE Conference:

যাদের  Teaching Assistantship আছে তাদের অবশ্যই এটা এটেন্ড করতে হবে। যারা RA হয়ে আসবেন তাদেরও সম্ভব হলে করে ফেলা উচিত, কারণ পরে টিএ করতে হলেও এটা দরকার হবে। Orientation/Conference গুলা ফর্মালিটি মূলত, তবে কিছু দরকারি তথ্য পাওয়া যায়।

https://pie.fsu.edu/ta-orientationsteaching-conference-trainings

---------------------------------------------------------------

d. Tuition Fee Deduction:

Tuition Fee ($977 on each semester) টা পে চেক থেকে কাটায়ে নিতে চাইলে একটা এপ্লিকেশন করতে হয়।

https://studentbusiness.fsu.edu/how-pay/payment-plans

এই ফর্মটার মতো একটা ফর্ম ফিলাপ করে স্ক্যান করে ইমেইল করতে হয় বা গিয়ে দিয়ে আসতে হয় স্টুডেন্ট বিজনেস অফিসে -

https://studentbusiness.fsu.edu/sites/g/files/upcbnu1241/files/2191Grad%20Tuition%20Enrollment%20Form.pdf

এটা ফিলাপ করে সাবমিট করলে সেমিস্টার ফি এর টোটাল এমাউন্টটা এই ৬টা পে চেক থেকে কেটে রাখবে, আলাদা করে দিতে হবেনা। আর কাটায়ে নিতে না চাইলে দেশ থেকে যে ডলার সাথে এনে ব্যাংকে রাখবেন সেটা দিয়েও সরাসরি পরিশোধ করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফুল পে-চেকটাই পাবেন।  

---------------------------------------------------------------

e. SSN:

For SSN:

https://cge.fsu.edu/international-students/new-students/step-11-if-eligible-apply-social-security-number-ssn

List of necessary documents:

I-94 টা আপনারা যখন আমেরিকায় এন্ট্রি করবেন তখন জেনারেট হবে।

https://i94.cbp.dhs.gov/I94/#/home

এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, সিজিই তেই এটা প্রিন্ট করার ব্যাবস্থা থাকে সাধারণত। তবে অন্য ডকুমেন্ট প্রিন্ট বা স্ক্যান করার জন্যে নিজের ডিপার্ট্মেন্টের গ্র্যাড ল্যাব কিংবা লাইব্রেরীতে যেতে পারেন।

এই ফর্মটা পূরণ করে ডিপার্টমেন্ট থেকে সুপারভাইজর এর স্বাক্ষর এবং সিজিই থেকে একজনের স্বাক্ষরসহ নিয়ে যেতে হবে SSN অফিসে -

https://cge.fsu.edu/sites/g/files/upcbnu1126/files/Forms/F-1/f1_ssn_on_campus_employment_verification.pdf

ডিপার্ট্মেন্টের গ্র্যাড কোঅর্ডিনেটর সম্ভবত ফর্মটা ডিপার্ট্মেন্টের লেটারহেডসহ প্রিন্ট করে দেবেন - অর্থাৎ পাসপোর্ট, I20, I94, ২টা ফর্ম - মূলত এগুলো নিতে হবে SSN এর জন্যে।

***** Make sure, you have a phone number and mailing address before going for SSN****

-------------------------------------------------

f. Health Insurance:

Link:

https://studentinsurance.fsu.edu/

2. There are 2 available health insurance packages.

a. FALL ONLY, then SPRING + SUMMER

b. FALL to SUMMER

You can purchase any of these two, the total cost is the same. However, based on which package you are choosing, the amount of deduction from each of your paychecks might vary (but the total deduction would be the same). For example, if you choose option A, in the fall,  the deduction would be less amount but it would be adjusted with a higher deduction during spring and summer. But for option B, possibly the deduction would be uniform from Fall to Spring. In any case, the total deduction from your paycheck for health insurance (after the waiver due to assistantship) would be the same. You would see a hold for insurance in your myfsu account. Clicking on that would take you to the health insurance purchase section. You'd just have to select one of the methods, the rest would be adjusted from your assistantship and paycheck.

**** Health Insurance এ সাবসিডির জন্যে একটা ইমেইল আসবে সেমিস্টার শুরু হওয়ার ১-২ সপ্তাহের ভিতরে, সেটায় একটা লিঙ্ক দেয়া থাকবে, লিঙ্কে গিয়ে Yes/Accept দিতে হবে। এরকম হবে ইমেইলটা, gs-subsidy@admin.fsu.edu থেকে পাঠাবে -

--------------------------------------------------

g. Bank Account:

You have to open a bank account, that's where the paychecks are deposited. For the initial transaction, It's better to open a bank account in Truist. The bank has a branch at the fsu main campus, we generally use that branch for all operations. You’d need your fsu card and passport. You’d need to make an initial deposit of at least 50$. They'd also activate your fsu card to use it as a debit card. They will provide you a temporary debit card immediately after the account creation. You can use this temporary card for any transactions. Also, you’d receive a visa/master card within 7 business days at your address. A US phone number is required to activate online banking.

###For other banks like (Chase, Bank of America, Wells Fargo) may require SSN along with the above-mentioned documents.

Paycheck: MyFSU Portal এ লগইন করে Faculty and Staff -> Paycheck Access Paycheck এ গিয়ে ডিটেইলস সহ পিডিএফ পাওয়া যাবে।

-----------------------------------------------------

h. Tax:

একটা ইমেইল আসবে ট্যাক্সের ব্যাপারে। সেটা ফলো করে গ্ল্যাসিয়ারে একাউন্ট ক্রিয়েট করে, ট্যাক্সের ইনফর্মেশন দিতে হয়। এরপরে সেই কাগজগুলো প্রিন্ট করে, সাইন করে, স্ক্যান করে ড্রপবক্সের মাধ্যমে পাঠাতে হবে।

You must access GLACIER and provide the requested information within 10 days of receiving this message. If you do not provide the requested information within 10 days, the maximum amount of U.S. tax will be withheld from any payments made to you.

-------------------------------------------------------

i. Transport:

https://transportation.fsu.edu/bus

Rider app:

https://transloc.com/app/

Use the Rider app to locate the university buses in real time. Set the current transit system to - StarMetro. Based on the location of your house, locate the suitable buses, e.g., if you live on West Pensacola Street, you’d need to take the Osceola or the Heritage bus to reach the main campus. If you live in the Seminole Grand, the Social Seminole, or any other location on Ocala/High road, you’d need to take Gold or Garnet.

For going to Walmart or Apna Agora, you can take the A bus from the main campus. 

***** For groceries, It's better to tell someone from your community who has a personal vehicle, they can take you to the groceries while they are going for their own groceries*****


----------------------------------------------------------------------


Category 02: Other Questions

SIM and Internet Connection:

----------------------------------------------------

যারা বাসা ঠিক করেছেন একটু খোঁজ নিয়ে দেখবেন বাসায় ইন্টারনেট কানেকশন এবং মাইক্রোওয়েভ ওভেন আছে কিনা। সাধারণত বেশিরভাগ বাসাতেই থাকে, তবুও আগে থেকে খোঁজ নিয়ে রাখলে কিছু ব্যাপারে প্রস্তুত থাকা সম্ভব। যেমন আমি যে বাসায় উঠেছিলাম এসে সেখানে নেট কানেকশন লিজিং কোম্পানির-ই দেয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এক্সফিনিটি (এখানকার টপ নেট প্রোভাইডার কোম্পানিগুলার একটা) অফিসে গিয়ে রাউটার নিয়ে আসতে হবে আমাদের নিজেদের-ই। টাকা লাগবে না সেজন্যে, কিন্তু যেতে হবে আমাদের। এসেই ক্যাম্পাসের নানা ঝামেলা শেষ না করে ওখানে যাওয়া সম্ভব হচ্ছিল না ফলে নেট কানেকশন পেতে সময় লেগেছে আর সেই কয়দিন দেশে যোগাযোগ করা বেশ ঝামেলাপূর্ণ ছিল কারণ আগে থেকে সিম কিনে রাখা হয়নি এখানকার। ফলে শুধু ক্যাম্পাসে গিয়ে ভার্সিটির ওয়াইফাই-তে কানেক্ট করেই যোগাযোগ করা যাচ্ছিল। অতএব এসেই নেট কানেকশন পাবেন কিনা সেটা আগেই লিজিং অফিস থেকে নিশ্চিত করে নেয়ার চেষ্টা করা ভালো হবে।

দেশে যাদের বাসায় ওয়াই-ফাই আছে তাদের হয়তো বাসায় যোগাযোগে সমস্যা হবেনা যদি এসেই ওয়াই ফাই পেয়ে যান। যাদের দেশে ফোনে কল দিয়ে কথা বলতে হবে তাদের আগেই সিম কিনে রাখার ব্যবস্থা করতে পারেন এখান থেকে। মিন্ট এর একটা সিম এখান থেকে পাঠানো হত আগে, সেটা এখানে ২-১ জন ব্যবহার করে শুন্সি, আমার কাজে লাগে নাই সেটা, আসার পর এক আপু এমাজন থেকে লাইকা মোবাইল (https://www.lycamobile.us/en/plans/) এর সিম অর্ডার করে এনে দিসিলেন, এখনও সেটাই চালাই। লাইকার নেটওয়ার্ক বেশ খারাপ, পাশের রুমে কল দিলেও যায়না মাঝে মাঝে। তবে দেশে কথা বলার জন্যে লাইকার ২৯ ডলারের মান্থলি প্যাকেজটাই সবচেয়ে সাশ্রয়ী, ১১০০ মিনিট ফ্রি কথা বলা যায়। তবে ওয়াইফাই এর জমানায় ফোনে এতো মিনিট হয়তো কারো দরকার পরবে না। অনেক কাজেই এখানে ফোন নাম্বার দিতে হবে, তাই সিমটা দ্রুতই নিতে পারলে সুবিধা। দেশে কথা বলার জন্যে সিম না লাগলে এখানে ব্যাবহারের জন্যে ক্রিকেট, টি মোবাইল সহ বেশ কিছু প্রোভাইডার আছে যারা কয়েকজন মিলে গ্রুপ করে নিলে কিছু প্যাকেজ অফার করে, সেগুলোও দেখতে পারেন।

***** From the last couple of years, In CGE orientations, all the new students have been provided a free T-Mobile Mint SIM card*****


-----------------------------------------------------------------------

****Housing Recommendations*****

For Bachelors:

The Social Seminole

Seminole Grand

University Village

Inverness (both for family and bachelor)


For Couples:

Plantation

Renegade

Campus Walk 

Seminole Legends 

***If you live in a shared apartment, Splitwise is a good application to keep track of the shared costs (rent, utility, shopping etc.): https://www.splitwise.com/

----------------------------------------------------------------------

1. কি কি জিনিস দেশ থেকে নিয়ে আসা উচিত হবে/হবে না?

উত্তরঃ

ল্যাপটপ + মোবাইল ফোনঃ

এখানে এগুলার দাম দেশের তুলনায় কম, নতুন কিনতে পারবেন এসে, চাইলে ফেসবুক মার্কেটপ্লেস থেকে সেকেন্ড হ্যান্ড কিংবা Amazon/Ebay থেকে রিফারবিশড (সেকেন্ড হ্যান্ড তবে ঘষামাজা করে কিছুটা নতুন এর মতো করা) ও কিনতে পারবেন। তবে অন্তত একটা পুরান ল্যাপটপ আর ফোন সাথে নিয়ে আসা উচিত অবশ্যই। যদি আগের ল্যাপটপ আর ফোন থাকে কাজ চলবে এরকম সেগুলা নিয়ে আসাই ভালো, এসে কিছুদিন সেগুলা দিয়ে কাজ চালায়ে নিয়ে তারপর নতুন কেনা উচিত। ব্ল্যাক ফ্রাইডেতে ডিল থাকে কিছু, ব্ল্যাক ফ্রাইডে পর্যন্ত অপেক্ষা করা গেলে কিছুটা ডিসকাউন্টে কিনতে পারবেন।

----------------

পেন ড্রাইভ/পোর্টেবল হার্ড ডিস্কঃ

এগুলা নানা রকম দামে এখানে পাওয়া যায়, তবে আমার মনে হয় সাথে নিয়ে আসাই ভালো। বিশেষ করে একটা পোর্টেবল হার্ড ডিস্কে নিজের কাজের দরকারি ডকুমেন্টস আর সফটওয়্যার গুলোর ব্যাক আপ নিয়ে আসা উচিত। এখানে মাইক্রোসফট অফিস এবং আরও কিছু সফটওয়্যার ভার্সিটির এক্সসেস দিয়ে পাওয়া যাবে, কিন্তু তবুও বলব বেসিক সফটওয়্যারগুলোর ব্যাক আপ নিয়ে আসা গেলে ভালো। ডকুমেন্ট এখন সবাই কম বেশী ক্লাউড স্টোরেজে রাখেন তাই সেটা হয়তো খুব সমস্যা হবে না। এখানে টরেন্ট আইনগতভাবে নিষিদ্ধ। কেউ কেউ ব্যাবহার করে, করতে গিয়ে সরকারী ওয়ার্নিং খাওয়ার ও ঘটনা শুনেছি। অতএব মুভি - সিরিজ এসবের কালেকশন সাথে রাখার জন্যেও পোর্টেবল হার্ড ডিস্ক টা কাজে লাগতে পারে।


এমাজন প্রাইমে স্টুডেন্ট একাউন্ট খুলে প্রথম ছয় মাস ফ্রি চালাতে পারবেন, প্রাইম ভিডিও দেখতে পারবেন, প্রাইম প্রোডাক্ট গুলা কোন শিপিং ফি ছাড়া অর্ডার করতে পারবেন। ছয় মাস হয়ে গেলে মান্থলি ফি দিইয়ে চালাতে হবে বা বন্ধ করে রাখতে পারবেন। নেটফ্লিক্স ফ্রি ট্রায়াল চালাতে পারবেন এক মাস, এরপর প্যাকেজে মান্থলি ফি দিয়ে চালাতে পারবেন। ৪ জন শেয়ার করে নেটফ্লিক্স প্যাকেজ নিলে কম পড়ে, এখানে সবাই সেটাই করে। এছাড়া ডিরেক্ট ডাউনলোড এর জন্যে আমরা কেউ কেউ এই সাইটটা ব্যাবহার করি - www(DOT)mojaloss(DOT)stream, এটায় কোন টরেন্ট ক্লায়েন্ট লাগে না। দেশে রেজিস্টার করলে বিকাশে ১০০০ টাকা লাগে আর বাইরে থেকে করলে পে-পালে ১৫-১৬ ডলার, এক বছরের জন্যে।

এছাড়া বেশকিছু ফ্রি স্ট্রিমিং সাইট আছে, সেগুলো ব্যাবহার করতে পারেন মুভি/সিরিজ দেখা জন্যে -

[Replace the (DOT) with a . and paste the link in the browser, also please use Adblocker while using these sites, otherwise the ads will hamper the viewing experience]

ffmovies(DOT)io

watch(DOT)123movie(DOT)cc

1hdwatchseries(DOT)me

cineflix(DOT)mobi

-----

Online TV watch (deshi channels):

bdiptv(DOT)stream

------

Cricket Matches:

bdiptv(DOT)stream/live-tv/sony-six.html

-----

Football Matches:

ronaldo7(DOT)net


-----------


অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীঃ  

হেডফোন - চার্জার সাথে এক সেট নিয়ে আসাই ভালো। বিশেষ করে All in One Universal Travel Adapter বা টু পিন টু থ্রি পিন কনভার্টার নিয়ে আসা উচিত। যেহেতু দেশের ফোন এবং ল্যাপটপ আনবেন সেগুলো টু-পিন হওয়ার কথা, এখানকার পাওয়ার আউটলেটগুলো নরমালি থ্রি পিন হয়। তাই কনভার্টার না আনলে এসেই ডিভাইস চার্জ দিতে একটু সমস্যায় পড়তে পারেন। আইডিবিতে পাওয়া যায়, অন্য ইলেক্ট্রনিক মার্কেটেও পাওয়ার কথা। এখানে দাম বেশী হবে দেশের তুলনায়, আর এসেই হয়তো কিন্তেও পারবেন না। তাই অবশ্যই নিয়ে আসার পরামর্শ দিব।

Common power outlets and charger pins in USA, International travel adapter

------------

সানগ্লাস - ক্যাপঃ

এখানে আগস্টে বেশ রোদ থাকবে, এই রোদে তাকানো যায় না। অন্তত এক সেট সানগ্লাস আর ক্যাপ অবশ্যই আনা উচিত। যারা চশমা পড়েন ফটোসান গ্লাস বানিয়ে নিতে পারেন বা সানগ্লাসে পাওয়ার এড করে আনতে পারেন। আর ছাতা অবশ্যই আনতে হবে, রোদ বৃষ্টি দুইটার জন্যেই।

---------

জামা কাপড়ঃ

ফ্লোরিডায় ঠান্ডা তুলনামুলক কম, তবে একদম ঠাণ্ডা নেই সেটাও ঠিক না, বিশেষ করে এই বছর বেশ ঠাণ্ডা পড়ল। অতএব কিছু গরম জামা কাপড়/জ্যাকেট এবং একটা বা দুইটা পাতলা কম্বল সাথে আনতে পারলে ভালো হয়। এখানে সবই পাওয়া যায়, তবে ঐ দাম বেশী হবে আর কি। নর্মাল জামা কাপড় তো আনবেনই, এখান থেকে কাপর চোপড় কেনার আশা না করাই উত্তম, দাম অনেক বেশী। মাঝে মাঝে সেলে কিছু কিনতে পারবেন যদি সাইজ ঠিকমত পাওয়া যায়। লন্ড্রিতে দেয়ার পর কিছু জিনিস শ্রিঙ্ক করে, সেজন্যে কয়েক সেট জামা কাপড় আনা উচিত। আর অনেকগুলো দেশি ইভেন্ট হয় (বৈশাখ - স্বাধীনতা দিবস - ঈদ - পূজা অন্যান্য) অতএব সেভাবে শাড়ি - পাঞ্জাবিও নিয়ে আসা উত্তম! কনফারেন্সে পেপার প্রেজেন্ট করার জন্যে কিংবা কোনো ফর্মাল ইভেন্টের জন্যে ফর্মাল ড্রেস লাগতে পারে, তাই ফর্মাল শার্ট - প্যান্ট - ব্লেজার/স্যুট - টাই - জুতা এসব এক সেট করে নিয়ে আসা ভালো হবে।

---------

মশলাঃ

টালাহাসিতে কোন বাংলাদেশি দোকান নাই, আপনা বাজার নামে একটা পাকিস্তানি মালিকানার দোকান আছে। কিছু ইন্ডিয়ান এবং দেশি মশলা ওখানে পাওয়া যায়, তবে প্রাথমিকভাবে ১ বছর মেয়াদ থাকবে এরকম দেখে কয়েক সেট মশলা নিয়ে আসা ভালো হবে। প্রাণ/আরকুর মরিচ-হলুদ-ধনিয়া-জিরা-গরম মশলা-পাঁচফোড়ন সবই পাওয়া যায় দেশে, ছোট বক্সে থাকে, চামচ সহ, ওরকম ১ বা ২ সেট আনলে সুবিধা, রাখার জন্যে আলাদা কিছু লাগবেনা। ডাল - চিনি - লবণ - চাল ওয়ালমার্ট আর আপনা বাজারেই পাওয়া যাবে।  

মশলা (বক্সসহ)

---------------

এছাড়া পানির বোতল, ছোট/বড় টাওয়েল/গামছা/স্যান্ডেল  আনা উচিত। আর অবশ্যই একটা বদনা এবং মগ নিয়ে আসা উচিত, ঠাট্টা করে বলা নয়, এসে এদেশীয় সিস্টেমে অভ্যস্ত হয়ে গেলে অন্য কথা, কিন্তু প্রাথমিকভাবে নিয়ে আসা উচিত।

--------

যা আনবেন না -

ওয়াশিং পাউডার - সাবান - শ্যাম্পু এগুলোর দাম এখানে খুব বেশী না, এসে কেনাই বেটার হবে। প্লেট-গ্লাস-বাটি এগুলাও ডলার ট্রিতে এক ডলারে পাবেন, অতএব এনে ব্যাগ ভারি করার দরকার নেই।

----------------------------------

2. Utility Services Setup


টালাহাসিতে প্রায় সব বাসাতেই ইউটিলিটি সার্ভিস দেয়া হয় সিটি অব টালাহাসি তথা ট্যালগভ থেকে। যে বাসায় উঠবেন সেখানে যদি আগে থেকেই কেউ থাকে, অর্থাৎ যদি ২-২ বা ৩-৩ তে উঠেন এবং সেখানে আগে থেকেই রেসিডেন্ট থাকে তাহলে সম্ভবত তাদের কারো নামেই ইউটিলিটি সার্ভিস চালু করা থাকবে, সেক্ষেত্রে আপনি ঐ বাসায় উঠার পর যার নামে সার্ভিস চালু আছে তাকে মান্থলি বিলের আপনার অংশটুকু দিলেই চলবে। যার নামে একাউন্ট আছে সে বিল পোস্ট হলে আপনাকে জানাবে বা আপনি নিজেও ট্যালগভ এর ওয়েবসাইটে ঢুকে বাসার ঠিকানা দিয়ে দেখে নিতে পারবেন। কিছু শেয়ারড বাসায় লিজিং কোম্পানি বিল পে করে, তাদেরকে বিল দিয়ে দিতে হয় ভাড়া দেয়ার মতো করেই।

কিন্তু যদি বাসায় এই মুহূর্তে কেউ না থাকে সেক্ষেত্রে সম্ভাবনা আছে যে ইউটিলিটি সার্ভিস অফ করা থাকবে, আপনার নিজের একাউন্ট খুলে সার্ভিস চালু করার রিকোয়েস্ট করতে হবে। এই ব্যাপারটা লিজিং অফিস থেকে জেনে নেয়ার চেষ্টা করবেন আগেই, কারণ অন্তত ২-৩ দিন আগে রিকোয়েস্ট সাবমিট না করলে নতুন বাসায় উঠে কারেন্ট নেই দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।

তাই লিজিং অফিসের সাথে যোগাযোগ করে জেনে নেয়া ভালো যে ইউটিলিটি সার্ভিস চালু থাকবে কিনা যখন উঠবেন নাকি আপনার নিজের রিকোয়েস্ট করতে হবে।

ট্যালগভ ওয়েবসাইটঃ

https://www.talgov.com/you/you.aspx

বিল চেক করার জন্যেঃ

https://www.talgov.com/you/datamartsearch.aspx

--------------------------------------------

3. দেশ থেকে ডলার নিয়ে আসা, ব্যাঙ্ক একাউন্ট, ক্রেডিট কার্ড ও অন্যান্য  


এখানে আসার পর সব প্রসেসিং হয়ে, SSN (Social Security Number) পেলে তারপর প্রথম পে-চেক পাবেন। সবাই হয়তো একই সময়ে পাবেন না, কার প্রসেসিং এর কাজ কখন শেষ হচ্ছে তার ভিত্তিতে পাবেন। তবে যখনই দেয়া হোক, আপনার অফার লেটারে উল্লেখিত তারিখ থেকেই হিসাব হবে, অর্থাৎ পরে পেলেও ফুল এমাউন্ট পাবেন।

এখানে আসার পর শুরুতেই বাজার করা - খাওয়া আরও নানা কাজে ক্যাশ সাথে থাকা লাগবে, কারণ ডেবিট/ক্রেডিট কার্ড না পাওয়া পর্যন্ত ক্যাশ দিয়েই পেমেন্ট করতে হবে। প্লেনে আসার সময়ে এয়ারপোর্টে খাবার বা অন্যকিছু কিনতে হলেও ডলার লাগবে, তাছাড়া কিছু এয়ারপোর্টে যেমন মিয়ামি-তে বড় লাগেজ চেক ইনে নেয়ার সময়ে ট্রলি নেয়ার জন্যে ৫ ডলার দিতে হয়। তাই কিছু খুচরা ডলার থাকলে ভালো, যেমন ৫-১০ ডলারের কয়েকটা নোট।


মোট কত ডলার সাথে আনবেন এটা আসলে যার যার ব্যাপার। এখন সম্ভবত ১০ হাজার ডলার পর্যন্ত আনা যায়। 


যদি এসেই ল্যাপটপ বা মোবাইল ফোন কেনার প্ল্যান থাকে তাহলে সেভাবে হিসাব করে ডলার সাথে আনবেন। বড় নোটে আনাই ভালো মূল এমাউন্ট, ৫০/১০০ ডলার খুচরা নোটে রাখতে পারেন। আসার পরে সানট্রাস্ট ব্যাঙ্কে একাউন্ট খুলতে হয়, আপনার পেমেন্ট ঐ একাউন্টেই দেয়া হবে। বাজার করার জন্যে কিছু ডলার সাথে রেখে বাকিটা ব্যাঙ্কে জমা করে রাখতে পারেন, এতো ডলার সাথে নিয়ে ঘুরে বেড়ানোটা অবশ্যই নিরাপদ না, এমনকি ক্যাম্পাসেও, এখানেও মাঝে মাঝে ছিনতাই হয়।


প্রথমবার বাজারে গিয়ে অনেক কিছুই কিনতে হবে নতুন বাসার জন্যে, তাই বাজারে যাওয়ার সময় ক্যাশ নিতে হবে, ব্যাঙ্ক একাউন্ট হয়ে গেলে ডেবিট কার্ড দিয়েই পেমেন্ট করতে পারবেন। তবে এখানকার সবকিছুই চলে ক্রেডিটের উপরে, সেজন্যে যত তাড়াতাড়ি একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন ততই ভালো। স্টুডেন্টদের জন্যে এখানে নেয়ার মত প্রাথমিক ক্রেডিট কার্ড হল Discover এর। যদি কার্ড আছে এমন কারো রেফারেলে আপনি কার্ড করেন তাহলে ৫০ ডলার বোনাস পাবেন স্টেটমেন্ট ব্যালান্স হিসাবে, যেটা আপনার কার্ডের বিল থেকে মাইনাস করা হবে। যার রেফারেল ব্যাবহার করবেন তিনিও সমান পরিমাণ স্টেট্মেন্ট ব্যালান্স পাবেন। রেফারেল ইমেইলের মাধ্যমে নেয়া যায় বা ডিরেক্ট লিঙ্ক হিসেবেও দেয়া যায়, যেমন - http://refer.discover.com/s/hhz5am এই লিঙ্কে গিয়ে একাউন্ট তৈরি করলেও রেফারেল পাবেন। যে কারো রেফারেল ব্যাবহার করতে পারেন, স্যাম্পল হিসাবে আমারটা দেয়া আছে এখানে।


SSN না হওয়া পর্যন্ত এখানে সব কাজ-ই আটকে থাকবে, তাই সেটা দ্রুতই করে নিতে হবে। SSN - Bank Account - Credit Card এই ৩টা হাতে চলে আসলে অনেক কিছুই কমফোর্টেবলি করতে পারবেন। ক্রেডিট কার্ড দ্রুত নেয়া দরকার এজন্যে যে আপনার ক্রেডিট হিস্ট্রিটা এই দেশে খুব গুরুত্বপুর্ণ। ভবিষ্যতে এখানে নাগরিকত্ব নিতে চাইলেও সম্ভবত এটা চেক করবে। আপনি রেগুলার বিল পে করেন কিনা, একাধিক কার্ড থাকলে সেগুলো কিভাবে ইউটিলাইজ করেন, কার্ডের বয়স ইত্যাদির ভিত্তিতে একটা স্কোর তৈরি করা হয়, এটাকে FICO Score বলে। ওভারঅল স্কোরের ভিত্তিতে আপনার ক্রেডিট স্ট্যান্ডিং সম্পর্কে কমেন্ট থাকবে, ক্রেডিট কার্ড একাউন্টে এটা দেখা যায়, আলাদা ওয়েবসাইট/অ্যাপ ও আছে দেখার জন্যে। ক্রেডিট স্কোর ভালো রাখার জন্যে আপনার কেনাকাটার যত বেশী ক্রেডিট কার্ড দিয়ে হবে তত ভালো, পয়েন্ট বাড়বে আপনার। ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করে তেমন সুবিধা নাই। তাছাড়া ডিস্কোভার আর অন্যান্য কার্ডেও ক্যাশব্যাক পলিসি আছে, আপনি কোথায় কত টাকার কেনাকাটা করলেন তার ভিত্তিতে আপনার একাউন্টে ক্যাশব্যাক বোনাস দেয়া হবে, সেটা স্টেটমেন্ট ব্যালান্স হিসাবে আপনার বিল থেকে মাইনাস করে নেয়া যাবে।


পরবর্তীতে আমেরিকান এক্সপ্রেস বা অন্য কার্ড ও নিতে পারবেন, এমেক্সেও কিছু অফার থাকে, যেমন রেফারেল আছে এবং কার্ড নেয়ার ৩ মাসের (সম্ভবত) ভিতরে ১০০০ ডলার খরচ করলে ২০০ ডলার ক্যাশব্যাক পাবেন। আমি দেশে যাওয়ার কিছুদিন আগে এমেক্স নিসিলাম, প্লেনের টিকিট কাটার ফলে ১০০০+ খরচ হওয়াতে ২০০ ডলার ক্যাশব্যাক পাইসিলাম। যাই হোক, শুরুতে সম্ভবত ডিস্কোভার-ই নিতে হবে (আরও কয়েকটা কার্ড আছে তবে এখানে সবাই শুরুতে এটাই নেয়), কিছুটা ক্রেডিট হিস্ট্রি হলে তখন অন্য কার্ড নিতে পারবেন।

----------------------------------------------------------------

4. রেফারেল কোডঃ

এখানে কিছু জিনিসে রেফারেল কোড ব্যাবহার করে একাউন্ট করলে বা অর্ডার করলে ডিস্কাউন্ট পাওয়া যায় । উবার/লিফট বা অনলাইন ফুড অর্ডার গুলোর ক্ষেত্রে যারা কাছাকাছি থাকেন প্রথমে একজন একাউন্ট খুলে তারপর তার রেফারেল নিয়ে বাকিরা একাউন্ট করে নিতে পারেন, তাহলে সবাই শেয়ার করতে পারবেন রাইড/ফুড।

****For referral codes, contact your friends or seniors who are already in Tallahassee. They might help you overall the process****

----------------

Referral Codes:

-------------------

Credit Cards:

Discover: [$50 reward as a statement credit

American Express: [$200 reward when a total $1000 is spent in 3 months (good option before buying a plane ticket)]

-------------------

Money Transfer:

Remitly: [$20 discount with the referral code]

Xoom: [$25 Paypal balance reward after the first transaction (currently on pause)]

Taptap:[$20 discount with referral code(highest rate right now)]

-------------------

Transportation:

Lyft: [$5 off]

Uber: [$2 off on first 3 rides]

-----------------

Online Food Delivery:

Uber Eats: [$7 off]

Bite Squad: [$10 off]

GrubHub: [$12 off on first order]

----------------

Grocery Delivery:

Instacart: [$10 off]

Walmart Grocery:

----------------

Learner’s Permit for Driving:

Online Drug and Alcohol Test: [$3 off]

----------------

5. Health Services on Campus:

Health and Wellness Center এ ডাক্তার দেখানোর জন্যে ফোনে কল দিয়ে (850-644-4567) কিংবা ওখানে গিয়ে এপয়েন্টমেন্ট নিতে হয়। যেদিন যেতে বলবে সেদিন সাথে হেলথ কার্ডটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে বে ফোনে পিডিএফটা দেখাতে হবে। ইন্সুরেন্স কাভারেজের জন্যে হেলথ কার্ডটা লাগবে।

https://uhs.fsu.edu/health-care/clinical-services/appointments

-------

For Health Card:

Account Creation:

https://idp.uhcsr.com/core/TieAccount?signin=2000ec7cbb838a6cc36c579113ef9111

----

Login:

https://idp.uhcsr.com/core/login?signin=2000ec7cbb838a6cc36c579113ef9111

-----

এপয়েন্টমেন্ট নিয়েও যেতে না পারলে আগেই জানাতে হবে। আগে না জানালে কিংবা নির্ধারিত সময়ের পরে পৌঁছালে জরিমানা দিতে হবে। ডাক্তার দেখানোর পরে যদি ওষুধ দেয় সেক্ষেত্রে জিজ্ঞেস করে নিবে কোন ফার্মেসীতে দিলে সুবিধা হবে (e.g., Publix Pharmacy at Ocala Road), সেখানে গিয়ে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিতে হবে। কিছু ওষুধ ফার্মাসিতে রেডি করে দিবে, আর কিছু শেলফে রাখা থাকবে সেগুলো নিয়েই নিয়ে একসাথে টোটাল বিল পে করে দেয়া যাবে।

-------

বড় কোন প্রবলেম হলে বা ইমার্জেন্সি হলে Tallahassee Memorial Hospital (TMH) এবং আরও কিছু হাসপাতাল আছে। ইমারজেন্সিতে নিয়ে যাওয়া হলে ট্রিটমেন্ট দেয়া হবে, মোট বিলের কিছুটা ইন্সুরেন্স কাভার করবে ডিপেন্ডিং অন কিরকম প্রবলেম। দাঁতের সিরিয়াস প্রব্লেমের জন্যে সম্ভবত আলাদা ডেন্টাল ইন্সুরেন্স ও লাগবে। এম্বুলেন্স ডাকা কিংবা ইমারজেন্সিতে নেয়া মানেই অনেক খরচ, দাঁতের বড় কোন প্রবলেমেও তাই। 

সারমর্মঃ এই দেশে অসুস্থ না হওয়াই বেটার! তবে ফ্রিতে ফ্লু শট দেয়া হয়, বডি চেকাপ/ফিজিক্যাল টেস্ট করানো যায় সম্ভবত ওয়েলনেস সেন্টারে, সেগুলো লাগলে খোঁজ নিয়ে দেখবেন।

-------------------

7. Foods@FSU Campus:

ডিরাক সায়েন্স লাইব্রেরির সাথেই আছে স্টারবাকস, হুট করে কফি খাওয়ার ইচ্ছা হলে কিংবা ক্লাসের আগে বা ল্যাবে বসে ব্যাপক ঘুম পেলে হাতের কাছেই কফি খাওয়ার এটা ভালো একটা অপশন। তবে এটাকে অভ্যাসে পরিণত না করে ফেলাই ভালো, কফির দাম শুরু হয় মনে হয় ৩ ডলার থেকে, সেটা নিয়মিত খাওয়ার চাইতে ল্যাবে টিব্যাগ বা কফি মেকার রাখা বা বাসা থেকে চা/কফি খেয়ে বের হওয়াটা বেটার। কিছু হাল্কা নাস্তা টাইপ খাবার পাওয়া যায়, সেগুলো কখনও সেভাবে ট্রাই করে দেখিনি তাই আইডিয়া নাই কেমন। তাছাড়া প্রায় সব ডিপার্ট্মেন্টেই সম্ভবত কফি মেকার আছে, অনেক ল্যাবে বা টিএ অফিসেও থাকে। তারপরেও স্টারবাকস এর কফি নিয়ে একটা মাই ডে কিংবা ফেসবুক/ইন্সটাগ্রাম পোস্ট না দিলে জাতি হয়তো মেনে নেবে না আম্রিকা প্রবাসী হিসেবে, তাই মাঝে মধ্যে এটা মন্দ না!   এছাড়া কফির জন্যে Einstein Bros. Bagels আছে, সিজিই যাওয়ার পথে পড়ে। দাম একটু বেশী, ট্রাই করা হয়নি।

https://seminoledining.sodexomyway.com/dining-destinations/dining-locations/starbucks-dirac

Try to join the sip club beverage of Panera for unlimited coffee/soft drinks. The first 1/2 months are free, then for each month you have to pay $12. It's a fantastic deal for coffee lovers.

https://seminoledining.campusdish.com/en/locationsandmenus/panerabread/

https://seminoledining.sodexomyway.com/dining-destinations/dining-locations/subwaycafe

3. Seminole Dining Food Court (Seminole Pies, Mein Bowl, and Pollo Tropical): এটা বুকস্টোর থেকে আরেকটু সামনে আগায়ে গিয়ে HCB বিল্ডিং এর বিপরীত পাশে। এই জায়গাটায় মূলত Oglesby Union (TSC of FSU) এর ভিতরে, ইউনিয়নটা ভেঙ্গে নতুন করে বানানো হচ্ছে তাই জায়গাটা একটু এলোমেলো হয়ে আছে। সেমিনোল ডাইনিং এর ভিতরে বেশ কিছু দোকান আছে, সেমিনোল পাই-তে ৭ ডলারে ফুল সাইজ চিকেন পিজ্জা পাবেন, ৯ ডলারে ভেজ পিজ্জা।  https://new.union.fsu.edu/where-find-us/food-services

4. Krishna Lunch@CGE: সিজিই-র নিচের তালা, যেখানে কফি আওয়ার হয় শুক্রবারে, সেখানে প্রতিদিন সকাল ১১.৩০ থেকে ২টা পর্যন্ত ইস্কন এর পক্ষ থেকে কৃষ্ণা লাঞ্চ দেয়া হয়। ৫ ডলারে (মাঝে ৬ হইসিল এখন সম্ভবত আবার ৫) এক প্লেট খাবার দেয়া হয়, ব্রাউন/হোয়াইট রাইস + সবজি + ডাল + হালুয়া + শরবৎ এরকম আইটেম থাকে সাধারণত। দাম বেশী লাগলেও একটা সুবিধা হল খাওয়া শেষে আর ০৫ পয়সা (সেন্ট) দিয়ে আরও এক বক্স সেম খাবার নিতে পারবেন রিফিল হিসাবে, যেটা আমরা সাধারণত অফিস/ল্যাব এর ফ্রিজে রেখে দেই, পরেরদিন লাঞ্চে সেটা খাই। অর্থাৎ ৫.৫০ ডলারে দুইদিনের লাঞ্চের বন্দোবস্ত হয়ে যায় মোটামুটি। যারা ভেজ খাবার পছন্দ করেন তাদের জন্যে রেকমেন্ডেড, খুব সুস্বাদু কিছু না, তবে কাজ চলে যায়।  https://www.facebook.com/KrishnaLunchFSU/ https://cge.fsu.edu/living-tallahassee/food

5. Chick-fill A: স্ট্রজিয়ার লাইব্রেরি ফেলে আরেকটু সামনে আগালে একটা বিল্ডিং আছে যেটার নাম-ই হয়ে গেছে চিক ফিল এ বিল্ডিং, লাল রঙের বেশ কিছু ছাউনি আছে সেখানে। চিক ফিলের চিকেন মোটামুটি, চিকেন আইটেম খাওয়ার ইচ্ছা হলে এটা ট্রাই করা যায়। তবে ওয়েস্ট টেনেসির বড় চিক ফিল এ-র মতো সব আইটেম এখানে পাওয়া যায়না।   https://seminoledining.sodexomyway.com/dining-destinations/dining-locations/chick-fil-a

6. Swanne Room:  এটাও চিক ফিল এ বিল্ডিং থেকে কাছে, বাফেট টাইপের। অনেক রকম খাবার থাকে তবে তার মধ্যে আমাদের খেয়ে সুবিধা হবে এরকম খাবার কম-ই থাকে। ৯/১০ ডলারে আমেরিকান বাফেট খেতে চাইলে ট্রাই করা যায়। মাঝে মাঝে চিকেন ফ্রাইটা ভালো হয় এখানে, অনেক রকম ফল-মূল, ডেসার্ট আইটেম আর সফট ড্রিঙ্কস থাকে।   https://seminoledining.sodexomyway.com/dining-locations/suwanneeroom

7. Seminole Cafe:  এটা অন্যদিকে, সাইকোলজি ডিপার্ট্মেন্টের বিপরীতপাশে। এটাও বাফেট, Swanne Room এর মতোই। 

https://seminoledining.sodexomyway.com/dining-locations/seminole-cafe

8. Coffe Hour and Global Cafe@CGE:

CGE তে সেমিস্টার চলাকালে কোনও কোনও শুক্রবারে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় লাঞ্চে, ৭ ডলার পার প্লেট। মেইন মিল + ডেসার্ট + ড্রিঙ্কস দেয়া হয়। নানা দেশের খাবার ট্রাই করতে চাইলে এটা বেশ ভালো অপশন, তবে প্রতি শুক্রবারে থাকে না, সিজিই-র পেজে খেয়াল রাখতে হয়।   এছাড়া প্রতি শুক্রবার বিকালে ফ্রি কফি আওয়ার আছে।  

** যারা হালাল খাবার ছাড়া বাইরে নরমালি খান না একটু খেয়াল রাখবেন, ক্যাম্পাসে কোথাও মনে হয়না মিট হালাল্ভাবে পাবেন।

----------------

এছাড়া ক্যাম্পাসের কাছেই ওয়েস্ট টেনেসি স্ট্রিট, সেখানে অনেক খাবারের দোকান আছে।  

Recommendations: 

Burger King: Nuggets, Burger 

Momo’s Pizza, Blaze Pizza, Domino’s, Papa John’s: Pizza (these are better than Pizza Hut)

Roboto Tokyo Grill: Hibachi Style Chicken with Fried Rice or Fish 

Panda Express: Chicken (bbq/lemon), walnut shrimp, rice/chowmein

Bento: Bento box 

Chick-fill A: Soup, tender, burger (Sandwich)

Moe’s: bowl, nachos 

Chipotle Mexican Grill: Chicken rice bowl

****For buffet lovers, Chowtime is a good option. It's a very cheap buffet but the food qualities are good****

---------------------

Thank you!